Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঈদে মিলাদুন নবী (সঃ)-২০২৩
বিস্তারিত

প্রেস বিজ্ঞপ্তি


এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/০৯/২০২৩ খ্রিঃ তারিখ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুস (আনন্দ র‌্যালি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসাহ ও উদ্দীপনার সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনকালীন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লিদের সমাগমে উক্ত জশনে জুলুস (আনন্দ র‌্যালি) নিম্নোক্ত রুট অভিমুখে প্রদক্ষিণ করবে। আগামী ২৮/০৯/২০২৩খ্রিঃ তারিখ সকাল ০৮.০০ ঘটিকা হতে বিকাল ১৫.০০ ঘটিকা পর্যন্ত জশনে জুলুস (আনন্দ র‌্যালি) অভিমুখী সড়কে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 


জশনে জুলুস (আনন্দ র‌্যালি)-এর রুটসমূহঃ


নগরীর পাঁচলাইশ থানাধীন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-বিবিরহাট (বামে মোড়) - মুরাদপুর – মির্জারপুল- পাঁচলাইশ থানার মোড় (বামে মোড়) – কাতালগঞ্জ- অলিখাঁ মোড় -কেয়ারী মোড় - চট্টগ্রাম কলেজ-গণি বেকারী (ডানে মোড়) - খাস্তগীর স্কুল (ডানে মোড়) - আসকার দিঘী- কাজিরদেউরী (ডানে মোড়) -আলমাস (বামে মোড়) - ওয়াসা (ডানে মোড়) - জিইসি মোড়- ২নং গেইট-মুরাদপুর (বামে মোড়) -বিবিরহাট - জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ।


ডাইভারশন পয়েন্টসমূহঃ


উক্ত জশনে জুলুস (আনন্দ র‌্যালি) চলাকালে নগরীর ০১) বিবিরহাট, ০২) মুরাদপুর, ০৩) মির্জারপুল, ০৪) পাঁচলাইশ থানার মোড়, ০৫) মেডিকেল হতে অলিখাঁ রোডের মুখ, ০৬) তেলিপট্টি মোড়, ০৭) চকবাজার থানা রোডের মুখ, ০৮) সিজিএস স্কুল মোড়, ০৯) প্যারেড কর্ণার, ১০) গণি বেকারী মোড়, ১১) জামালখান মোড়, ১২) চেরাগী পাহাড় মোড়, ১৩) সার্সন রোডের মুখ, ১৪) নেভাল এভিনিউ, ১৫) স্টেডিয়াম গোল চত্বর ১৬) আলমাস সিনেমা মোড়, ১৭) চট্টেশ্বরী মোড়, ১৮) এসএইচ খান ফিলিং স্টেশন (ওয়াসা), ১৯) জিইসি মোড়, ২০) ষোলশহর ২নং গেইট, ২১) মুরাদপুর রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। 


পার্কিং ব্যবস্থাপনাঃ


পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠিতব্য জশনে জুলুস (আনন্দ র‌্যালি)-এ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাসহ অন্যান্য অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসুল্লি’দের বহনকারী যানবাহনসমূহ মুসুল্লি’দের নামিয়ে দিয়ে নিম্নোক্ত উল্লিখিত পার্কিং পয়েন্ট সমূহের মধ্যে স্ব-স্ব সুবিধাজনক নিকটবর্তী স্থানে পার্কিং করবে। নগরীর ফিরিঙ্গীবাজার বালুর মাঠ, সিআরবি সাত রাস্তার মাথা, পলোগ্রাউন্ড মাঠ, কদমতলী-শুভপুর বাস টার্মিনাল, অক্সিজেন মোড়, বায়েজিদ লিংক রোড,আমবাগান শহীদ শাহজাহান মাঠ, বহদ্দারহাট বাস টার্মিনাল এবং অলংকার মোড় পার্কিং স্থান হিসেবে ব্যবহার করবে। উক্ত পার্কিং এর বিষয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ক্ষেত্রে অনুমোদন গ্রহণের ব্যবস্থা করবেন।


উক্ত র‌্যালি চলাচলের রুটে কোন প্রকার যানবাহন পার্কিং করে র‌্যালি চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। 


জশনে জুলুস (আনন্দ র‌্যালি) চলাকালীন সাময়িক সময়ের জন্য বর্ণিত রুটে যান চলাচল বন্ধ থাকবে বিধায় স্বাভাবিক যান চলাচলের ক্ষেত্রে সকলকে র‌্যালি চলাচলের রাস্তাসমূহ এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হচ্ছে।  


পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে অনুষ্ঠিতব্য জশনে জুলুস (আনন্দ র‌্যালি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের নিমিত্তে সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণ’সহ সংশ্লিষ্ট সকল’কে বর্ণিত ব্যবস্থাপনা, পরামর্শ অনুসরণ ও মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।


যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার নিমিত্তে সিএমপি’র ট্রাফিক বিভাগ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
26/09/2023
আর্কাইভ তারিখ
29/09/2023