বিষয়য় : টিসিবি'র উপকারভোগীদের সঠিক তালিকা প্রেরণ প্রসঙ্গে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ভবন, ১, কাওরান বাজার, ঢাকা-১২১৫) www.tcb.gov.bd
১৯ আগষ্ট ২০২৪ খ্রিস্টাব্দ।
সূত্র : বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারক নং ২৬,০০,০০০০,১১৩, ১.৬০.০০২.২২.৪৩২, তারিখ-০৬-আগস্ট ২০২৩
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, সমগ্র বাংলাদেশে প্রায় ০১ (এক) কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কাউমাত্রা উপকারভোগা পরিবারের মধ্যে জেলা প্রশাসনের সহায়তায় টিসিবি'র ডিলারদের মাধ্যমে গত মার্চ ২০২২ খ্রি. হতে ভর্তুকি মূল্যে ০২ (দুই) লিটার ভোজ্য তেল, ০২ (দুই) কেজি মশুর ডাল এবং ০১ (এক) কেজি করে চিনি বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রমকে আরও ফলপ্রসু করার, নিমিজেে উপকারভোগী বাছাইয়ের মানদন্ড যথাযথভাবে অনুসরণ করে সঠিক নিম্নআয়ের পরিবার বাছাই করে পরিবার প্রতি একটি স্মার্ট ফ্যামিলি
কার্ড প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ (পঞ্চাশ) লক্ষ কার্ড প্রস্তুত করে সংশ্লিষ্ট টিসিবি আঞ্চলিক কার্যালয়/ জেলা প্রশাসন/সিটি কর্পোরেশন এ প্রেরণ করা হয়েছে।
০২। টিসিবি'র স্মার্ট কার্ড প্রস্তুতের সময় জেলা প্রশাসন/সিটি কর্পোরেশন থেকে প্রদত্ত উপকারভোগীর ডাটাবেজ বিশ্লেষণে দেখা যায়, অনেক উপকারভোগীর তথ্যে ভুল রয়েছে, উপকারভোগী বাছাই এর মানদন্ড যথাযথ অনুসরণে ত্রুটি রয়েছে এবং অনেক কার্ডধারী দীর্ঘদিন
পণ্য উত্তোলন করেন না। এপ্রেক্ষিতে, স্পষ্ট ধারণা পাওয়ার জন্য tcb.gov.bd করা যেতে পারে। tcb.gov.bd স্মার্ট ফ্যামিলি কার্ড ড্যাশবোর্ড • রিপোর্ট
(স্মার্ট ফ্যামিলি কার্ড) পোর্টালে লগইন
ব্যবস্থাপনা পদক্ষেপ অনুসরণপূর্বক পোর্টালে
লগইন করে নিম্নোক্তভাবে সফল জেলা/উপজেলা/ইউনিয়ন ভিত্তিক উপকারভোগীর স্ট্যাটাস দেখা ক্র.নং
ক) বিদ্যমান উপকারভোগী তালিকার মধ্যে উপকারভোগী বাছাই এর মানদন্ড যথাযথ অনুসরণে ত্রুটি আছে এরূপ প্রদানকৃত ফ্যামিলি কার্ড এবং দীর্ঘদিন যাবত পণ্য গ্রহণ করেন না এরূপ কার্ডধারীদের বাদ দিয়ে তদস্থলে মানদন্ড যথাযথ অনুসরণ করে নতুন উপকারভোগী অন্তর্ভুক্ত করে হালনাগাদ ডাটাবেজ প্রস্তুত করা যেতে পারে;
খ) নির্ধারিত বরাদ্দ কোটা পূরণের জন্য বিদ্যমান তালিকার উপকারভোগীদের তথ্য সংশোধন এবং নতুন যোগ্য
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস