অতদ্বারা ৬ নং (ক) কাথরিয়া ইউনিয়নের সকল স্তরের জনসাধারণকে বিশেষভাবে ভাবে জানানো যাইতছে যে, অত্র ইউনিয়নের বরাদ্দ হইতে যে সকল উপকারভোগীগণ বিয়ষ্কভাতা,বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা,মাতৃত্বকালীন ভাতা ইত্যাদিসহ আরো অন্যান্য ভাতাভোগীকে অবগত করা হচ্ছে যে, একদল প্রতারক চক্র আপনাদের মোবাইল ব্যাকিং-এর পিন নেওয়ার জন্য সমাজসেবা অফিস –কে মেনশন করে কলের মাধ্যমে অন্য মোবাইলে আইডি একটিভ করিতেছে । যার কারণে আপনাদের প্রাপ্ত টাকা তারা বহুদূর বসে থেকে উত্তলন করে নিবে ।
এমতাবস্থায় কেউ যদি মোবাইল পিন(নগদ/বিকাশ) শেয়ার করে থাকেন বা মোবাইলে আসা অটিপি কাউকে দিয়ে থাকেন, এবং যদি সরকার টাকা ছাড়ার পূর্বে এই বিষয় জানতে পারেন তাহলে, প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা: মোহাম্মদ শহীদুল ইসলাম, মোবাইল: ০১৮৬৫-৮৬৬৭৩১ সাথে যোগাযোগ করবেন , যদি পরে আপনার মোবাইলে টাকা না আসে কিংবা জানতে দেরি হয়ে যায় তাহলে উপজেলা সমাজ সেবা কার্যালয়ে সরাসরি নতুন যোগাযোগ করবেন । সাথে নতুন নগদ নাম্বার এবং ভাতাভোগী সরাসরি যাবেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস