(ডা· ইকবাল কবীর) নিঃসন্তান দম্পতিদের জন্য সুখবর| সন্তান না হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া এবং সন্তান লাভ করা সম্ভব| যদিও প্রতি পাঁচ দম্পতির মধ্যে এক দম্পতির এ ধরনের সমস্যা হতে পারে| সন্তান না হওয়া বা বন্ধ্যাত্ব থেকে মানসিক চাপ ও দুশ্চিন্তার মতো মারাত্মক মানসিক সমস্যা মোকাবিলার জন্য রয়েছে বিভিন্ন চিকিৎসা-সুবিধা|
(অধ্যাপিকা ডা. সুলতানা জাহান) সুস্থ পারিবারিক জীবন মানে এমন একটি জীবন যেখানে জীবনের মৌলিক চাহিদাগুলো খুব সুন্দর, সহজ ও স্বাভাবিকভাবে পূরণ করা যায়। টানাপড়েনের সঙ্ঘাতে জীবন এখানে খুঁড়িয়ে চলে না। তাই সুস্থ পারিবারিক জীবন গঠনে এমন একটি জীবনের কথা চিন্তা করতে হবে, যেখানে জীবন অর্থাভাবে, স্থানাভাবে ও চিকিৎসার অভাবে ভারাক্রান্ত নয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস